প্রেমে ধোকা পেলে নিজেকে খুব দোষী মনে হয় কেন ?
প্রেমের সম্পর্ক ভেঙে গেলে নিশ্চয়ই মনেহয়, কেন বার বার যেচে কথা বলতে যেতাম! কেন রাগ ভাঙাতাম!
ইসস্,নিজের সেলফ রেস্পেক্ট এর পুরো জলাঞ্জলি দিয়েছি।কি ভুল টাই না করেছি,বড্ড ছ্যাঁচড়া ছিলাম।
আসলে আপনি মোটেও আত্মসম্মান খোয়াননি,শুধু ইগোটা বিসর্জন দিয়েছেন।তো নিজেকে ওরকম কিছু ভাবার কোন মানেই হয় না।
এখন ভাবা যেতে পারে ইগোটাই বা কেন বিসর্জন দিতে গেলাম,অপাত্রে দান! তবে এমন ভাবাটা কিন্তু ঠিক নয়।তখন আপনি যাই করেছিলেন সেগুলো সেই পরিবেশ,পরিস্থিতিতে একদম ঠিক ছিলো,demand of time.আবারও যদি একই পরিস্থিতিতে পড়লে, আবারও প্রেমে পড়লে আপনি সেই একই কান্ডই করবেন, সে এখন যতই ছ্যাঁচড়ামো করেছি বলে কান মুলুন না কেন!
আর একটা কথা, সম্পর্কগুলো না হয় পারফেক্ট ছিল না,তবে সেই মানুষটির সাথে কাটানো অনেক মুহূর্ত নিশ্চয়ই পারফেক্ট ছিল।আর সেগুলই ত আসল সম্পদ,তা এর বিনিময়ে না হয় ইগোটা একটু খোয়া গেল! ক্ষতি কী!
0 Response to "প্রেমে ধোকা পেলে নিজেকে খুব দোষী মনে হয় কেন ?"
Post a Comment