খাবারের সম্বন্ধে কিছু অদ্ভুত অবিস্মরণীয় তথ্য কী কী?
খাবার সম্পর্কিত কিছু তথ্যঃ
১) আউন্স প্রতি পুষ্টিকর খাবারের দাম জাঙ্ক ফুডের চেয়ে ১০ গুণ বেশি!
২) ৪০ বছর আগে মুরগীর মাংসে যে পরিমান চর্বি থাকত,বর্তমানে তার চেয়ে ২৬৬% বেশী চর্বি থাকে।
৩) নারকেলের জল কোন কোন ক্ষেত্রে রক্তরসের বিকল্প হিসাবে ব্যবহৃত হতে পারে!
৪) মধু এমন একটি খাদ্য যা ৩০০০ বছরেও পঁচে না।
৫) বিশ্বের সবচেয়ে চুরি হওয়া খাওয়ারের নাম হলো পনির।
৬) মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তি তার জীবদ্দশায় গড়ে ৩৫ টন খাবার খান।
৭) ফরচুন কুকিজ কোনও চিরাচরিত চাইনিজ প্রথা নয়। এগুলি ১৯০০ সালের প্রথম দিকে সান ফ্রান্সিসকোতে আবিষ্কৃত হয়েছিল।
৮) ডিনামাইট তৈরি হয় চিনাবাদাম দিয়ে!
০৯) মায়ের দুধই একমাত্র খাদ্য যেখানে মানুষের প্রয়োজনীয় সকল পুষ্টি বিদ্যমান।
১০) বিমানে আমাদের গন্ধ এবং স্বাদের অনুভূতি প্রায় ২০-৫০ শতাংশ কমে যাওয়ার দরুন খাবার তেমন সুস্বাদু লাগেনা ওখানে।
১১) এস্কিমোরা তাদের খাবার জমাট বাঁধা রুখতে ফ্রিজ ব্যবহার করে!
১২) হেপাটাইটিস হলে লিভারের যেমন ক্ষতি হয় প্রতিদিন ফাস্ট ফুড খেলেও সেই একই রকমের ক্ষতির সম্মুখিন হতে হয়।
১২) মার্কিন যুক্তরাষ্ট্রে শৈশবকালে খাবারের এর্লাজির জন্যই প্রতিবছর খরচ হয় প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার ।
১৩) কোরিয়াতে অক্টোপাসগুলি জীবিত খাওয়া হয়।
১৪) প্রতি বছর খাবারের জন্য আমেরিকানরা গড়ে ৭৮৫২ মার্কিন ডলার ব্যয় করে।
১৫) উচ্চ মাত্রার শব্দ খাবারে মিষ্টতা বাড়ায়,অন্যদিকে নিম্ন মাত্রার শব্দ খাবারের তিক্ততা বৃদ্ধি করে।
১৬) ২০১৫ সালের এক গবেষণা অনুসারে যারা ঝালযুক্ত খাবার বেশি খায় তাদের দীর্ঘ দিন বাঁচার প্রবণতা দেখা যায়।
১৭) পিচের রাস্তায় ৭০°সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ডিম ভাজি করা সম্ভব।
১৮) তরমুজের ফালিগুলি নিরামিষাশীদের জন্য মাংসের বিকল্প হতে পারেন বলে অনেকে মনে করেন।
১৯) কলার এক হাজারেরও বেশি প্রজাতির মধ্যে মাত্র একটি প্রজাতির কলা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি।
২০) শুধুমাত্র দূষিত খাবার খাওয়ার দরুন প্রতি বছর মারা যায় প্রায় ৪,২০,০০০ জন লোক ।
0 Response to "খাবারের সম্বন্ধে কিছু অদ্ভুত অবিস্মরণীয় তথ্য কী কী?"
Post a Comment