ওজন কমাতে শসা খাওয়ার পরামর্শ দেওয়া হয় কেন? খাদ্য হিসাবে শসার পুষ্টিগুণ ও উপকারিতা কী? - Sustha Thako -->

Subscribe us for latest update

This website helps you to know some important and necessary health related issues, how to build a healthy and normal body and how to keep the body healthy, etc. It also helps you to know about sex so that you can enjoy a healthy sex life. And healthy life and happy life can be enjoyed.
ওজন কমাতে শসা খাওয়ার পরামর্শ দেওয়া হয় কেন? খাদ্য হিসাবে শসার পুষ্টিগুণ ও উপকারিতা কী?

ওজন কমাতে শসা খাওয়ার পরামর্শ দেওয়া হয় কেন? খাদ্য হিসাবে শসার পুষ্টিগুণ ও উপকারিতা কী?


Cucumber/Sosa- Hybrid
শসার পুষ্টিগুণ ও উপকারিতা কী?
(ক) শসার মাল্টি ভিটামিনস ও মাল্টি মিনারেলস প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে এবং ভিটামিন ও মিনারেলসের অভাবজনিত সমস্যা থেকে রক্ষা করে
(খ) শসাতে সিলিকা নামক একটি উপদান রয়েছে, যা শরীরে প্রবেশ করার পর কেষেদের কর্মক্ষমতাকে বাড়িতে তোলে।
(গ) শসার ফাইবার ও ফ্লুইডসমৃদ্ধ শসা শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায়
(ঘ) কিডনি, ইউরিনারি, ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় শসা বেশ সাহায্য করে থাকে
(ঙ) শসা বা শসার রস ডায়াবেটিস রোগীর জন্যও বেশ উপকারী
(চ) শসা মিনারেলসমৃদ্ধ হওয়ায় নখ ভালো রাখতে, দাঁত ও মাড়ির সমস্যায় সাহায্য করে
(ছ) শসার রস খেলে আর্থ্রাইটিস, অ্যাগজিমা, হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার হতে পারে
(জ) কিডনি, ইউরিনারি, ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় শসা বেশ সাহায্য করে থাকে
(ঝ) মূত্রবর্ধক হিসেবে কাজ করে। শরীরের জমানো ক্ষতিকর ও বিষাক্ত উপাদানগুলো অপসারণ করে রক্তকে পরিষ্কার রাখে
(ঞ) শসা বুক জ্বলা, পাকস্থলীর এসিডিটি এমনকি গ্যাস্ট্রিক থেকে মুক্তি দিতে পারে। শশার ম্যাগনেসিয়াম রক্ত চলাচল সচল করে

0 Response to "ওজন কমাতে শসা খাওয়ার পরামর্শ দেওয়া হয় কেন? খাদ্য হিসাবে শসার পুষ্টিগুণ ও উপকারিতা কী?"

Follow us

SOCIAL ICON

BLANK