যেহেতু আপনি বারবার মল ত্যাগ করছেন, বারবার শরীর থেকে পানীয় বেরিয়ে যাচ্ছে। তাই ফ্লুইড দিতে হবে। স্যালাইন খেতে পারেন।
কোনো কোনো খাদ্যাভ্যাসের ফলে এই ভোগান্তি হয়। ক্রনিক আকারের আমাশয় কখনো হয়নি। তাই এর জন্য কিছু বলতে পারছি না। আরেকটি হলো ওই রোগ নিয়ে রোগীর বেশি ভাবতে নেই। রোগ যদি আপনি সবসময় স্মরণ করেন, রোগও আপনাকে বারবার স্মরণ করবে।
** তবে মারাত্বক আকার ধারন করলে অবশ্যই হেলা না করে ভালো মতো পরীক্ষা করিয়ে নিন। ডাক্তার এর পরামর্শ নিন। উপরের পরামর্শ শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা। সবার এরকম নাও হতে পারে।
0 Response to "আমাশয় হলে ঘরোয়া ভাবে কী কী খাবার খাওয়া উচিত?"
Post a Comment