পুরুষের কামরস মহিলাদের কি কি উপকারে আসে এবং মহিলাদের কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে না ? - Sustha Thako -->

Subscribe us for latest update

This website helps you to know some important and necessary health related issues, how to build a healthy and normal body and how to keep the body healthy, etc. It also helps you to know about sex so that you can enjoy a healthy sex life. And healthy life and happy life can be enjoyed.
পুরুষের  কামরস মহিলাদের  কি  কি উপকারে  আসে এবং মহিলাদের কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে না  ?

পুরুষের কামরস মহিলাদের কি কি উপকারে আসে এবং মহিলাদের কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে না ?

সাম্প্রতিক বিশেষজ্ঞদের এক প্রতিবেদনে এক আশ্চর্য রহস্যময় তথ্য ভেসে এসেছে।  

কামরস  মহিলাদের গর্ভধারণ ছাড়াও আরো বিশেষ কিছু ভূমিকায় অংশ গ্রহণ করে থাকে । 
 বিশেষ বিশেষ গুণাবলীর জন্য  কামরস  বিভিন্ন বিভিন্ন উপকারে অংশগ্রহণ করে। উচ্চ ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ এটি মহিলাদের  সুন্দর ও সুস্বাস্থ্য দেহ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। গর্ভধারণ ছাড়াও কামরস সরাসিভাবে গ্রহণ করা অতিরিক্ত ভাবে ফলদায়ক হতে পারে।
 
একজন স্বাস্থ্য বান পুরুষের কামরস মহিলাদের ক্ষেত্রে অনেক কার্যকরী। 

Benefit of Eating Sperm in ladies

পুরুষের কামরস বা বীর্য  খাওয়ার উপকারিতাগুলি  হলো :


১) মহিলাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুনে বাড়িয়ে তোলে। 

২) সর্দি, কাশি, হাঁচি অর্থাৎ (Flu) ঠান্ডা লেগে যাওয়া জাতীয় যাদের সমস্যা, অল্পতেই এসব সমস্যায় জড়িয়ে পরে, তাদের ক্ষেত্রে বেশ লাভনীয় হতে পারে এটি।   এবং যাদের দাঁত কমজোর ক্যালসিয়াম এর জন্য তাদের ক্ষেত্রে বেশ উপযোগী।

৩)  পুরুষের কামরস খাওয়ার মাধ্যমে মহিলাদের মুখ  ও শরীরের ত্বকের উজ্জ্বলতা কমে গেলে সেই উজ্জ্বলতা ফিরে  আসে বা নির্মূল হয়ে যায় এবং ত্বক ফর্সা ও সুন্দর হয়ে উঠে।  এতএব ত্বকের যত্ন এর মাধ্যমে স্বাভাবিক হয়ে যায় এবং ত্বকের ফর্সা বা উজ্জ্বলতার জন্য আলাদা করে অন্য কিছু খাদ্য খাওয়ার প্রয়োজন হয় না। 


৪) হাতের নখ গুলি সুন্দর সুস্বাস্থ্য গঠনে সাহায্য করে  এবং দাঁত যথেষ্ট সুবল ও সুদৃঢ় রাখে এছাড়া গুরুত্বপূর্ণ শরীরের  হাড় মজবুত করতে সাহায্য করে ।

৫)  চুলকে  স্বাস্থ্যকর ও চকচকে করে এবং মসৃণ, ঘন করতে সাহায্য করে যেটা মহিলাদের ক্ষেত্রে বেশ উপযোগী । 

৬) মহিলাদের শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে এবং মহিলাদের সঠিক ও সুডোল দেহ গঠনে সহায়ক।
  
৭) মেয়েদের স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করে । এবং বারবার কোনো জিনিস হটাৎ ভুলে যাওয়া  (বীর্যে নিউরোট্রান্সমিটার নামক উপাদান থাকার জন্য) এই সমস্যা গুলি হয় না।

৮) মানসিক স্ট্রেস এবং চিন্তা কমাতে সাহায্য করে । এবং মন ভালো ও স্বচ্ছন্দ রাখতে সহাযক। স্ট্রেস উপশমকারির প্রতিষেধক হিসেবে প্রমাণিত হয়েছে  অক্সিটোসিন এবং প্রজেস্টেরন হরমোনগুলির মেজাজ-উত্থাপনকারী বৈশিষ্ট্যগুলির কারণে, উভয়ই বীর্যে পাওয়া যায়। 

৯) কামরস পান বা গ্রহণের মাধ্যমে মেয়েদের বন্ধ্যাত্ব বা চোখের দৃষ্টি কমে গেলে তা স্বাভাবিক ও ঠিক হয়ে যায়। 

১০) বিভিন্ন রকম উপকারী ভিটামিন এবং প্রোটন সমৃদ্ধ কামরস শরীরে ত্বক উজ্জ্বলতা, চুলের সাস্থ  এবং দৃষ্টি শক্তি সমস্ত কিছু ঠিক রাখার মধ্য দিয়ে দীর্ঘদিন সুস্থ ও যৌবন ধরে রাখার পাশাপাশি আরো বহু দিন বেঁচে থাকা সম্ভব হয়ে ওঠে। 

১১) কামরসে গ্লুকোজ ও শর্করার উপস্থিতি থাকার জন্য মহিলাদের কাজ করার সময় হটাৎ হাপিয়ে যাওয়া, ঘুম পাওয়া বা হাত, পা মচকে যাওয়া এগুলি হওয়ার সম্ভাবনা থাকে না।   
১২) মহিলাদের শরীরে হিমোগ্লোবনের সমতা বজায় রাখে ।

১৩) সন্তান প্রস্রাবকালে মৃত সন্তান জন্ম দেওয়া এই ধরণের রোগের সম্ভাবনা থাকে না। 



বীর্যের উপকারিতার পাওয়ার কারণ - 

বীর্যের মধ্যে প্রচুর পরিমানে প্রোটিন , ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , পটাসিয়াম,  জিংক, গ্লুকোজ, ও বিভিন্ন ধরনের অতি প্রয়োজনীয় মিনারেল আছে যা শরীরের জন্য অতি  গুরুত্বপূর্ণ ।

প্রোটিন : শরীরের বিভিন্ন  ক্ষয়ক্ষতি পরিপূর্ণ করতে কাজে লাগে।  এবং   ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে ।

কেরাটিন  : চুলকে  স্বাস্থ্যকর ও চকচকে করে এবং মসৃণ করে তোলে । 

ক্যালসিয়াম  :  নখ এবং দাঁত যথেষ্ট সুবল রাখে এছাড়া গুরুত্বপূর্ণ শরীরের  হাড় মজবুত করতে সাহায্য করে ।

ম্যাগনেসিয়াম : শরীরের মাংসপেশী মজবুত করে।   

জিঙ্ক  : রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। 

মিনারেল  : চোখের দৃষ্টি এবং স্মৃতি শক্তি বাড়িয়ে তোলে। 


বীর্যের মধ্যে থাকে উপস্থিত গুণাগুণ উপাদানগুলি যা বিভিন্ন রোগ নিরাময়ে সহায়তা করে  :
প্রোটিন এবং জলের পাশাপাশি বীর্যতে আরও বিভিন্ন উপাদান রয়েছে, যার মধ্যে রয়েছে:
  • চিনি, ফ্রুটোজ এবং গ্লুকোজ উভয়ই
  •  গ্লুকোজ
  • প্রোটিন ও কেরাটিন
  • সোডিয়াম
  • ভিটামিন বি -12 এর ট্রেসগুলি
  • ক্যালসিয়াম
  • সাইট্রেট ক্যালসিয়াম
  • পটাসিয়াম
  • সোডিয়াম
  • দস্তা
  • ক্লরিনের যৌগিক
  • কোলেস্টেরল ফ্যাট
  • ল্যাকটিক অ্যাসিড
  • ম্যাগনেসিয়াম
  • পটাসিয়াম
  • ইউরিয়া
  • ল্যাকটিক অ্যাসিড ফ্রুক্টোজ
  • সিত্রিত
নীচের ভিডিও গবেষণা  তে যে তথ্য গুলি জানা গেছে ডক্টর বিজয় দাহিফলের কাছ থেকে শুনুন 



0 Response to "পুরুষের কামরস মহিলাদের কি কি উপকারে আসে এবং মহিলাদের কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে না ? "

Follow us

SOCIAL ICON

BLANK