পাঙাশ মাছ খেতে নিষেধ করা হয় কেন? পাঙাশ মাছ খেলে কী হয়? - Sustha Thako -->

Subscribe us for latest update

This website helps you to know some important and necessary health related issues, how to build a healthy and normal body and how to keep the body healthy, etc. It also helps you to know about sex so that you can enjoy a healthy sex life. And healthy life and happy life can be enjoyed.
পাঙাশ মাছ খেতে নিষেধ করা হয় কেন? পাঙাশ মাছ খেলে কী হয়?

পাঙাশ মাছ খেতে নিষেধ করা হয় কেন? পাঙাশ মাছ খেলে কী হয়?

Fastest Pangasius Fish Cutting - Big Pangas Fish Slice & Cut Into ...
#পাঙাশ মাছ খেতে নিষেধঃ
পাঙাশ মাছ খেতে নিষেধ করা হয় কিছু অখাদ্য লেখক/ব্লগার আর কিছু বদহজমী মিডিয়া-ব্যক্তির গাঞ্জা সেবনের পরবর্তি প্রলাপ শুনে ও অন্ধ বিশ্বাস করে। শুনে মনে হয় পাঙাশ মাছ যেন তারা কাঁচাই ভক্ষণ করে, আর বাকি সব ছাই-পাশ, খাদ্য-অখাদ্য, পঁচা-সড়া, চোয়ানি-ঢেকানি যা যা খায় সব টাটকা-সতেজ, মেরিনেটেড, ফ্রাই, জুস, কারি ইত্যাদি করে খায়…!!!
SOM PANGASIUS: Kad pročitate o ovoj ribi, da li ćete je ponovo ...
#পাঙাশ মাছ খেলে কী হয়?
খারাপ দিকের কিছুই হয় না………………………!!!
ভালো দিকের হয় অনেক কিছু, যেমন:
  • প্রতি ১০০ গ্রামে ৯২ কিলোক্যালরি আছে শক্তি
  • প্রতি ১০০ গ্রামে ১৫ গ্রাম আছে আমিষ বা প্রোটিন (যা ইলিশ মাছের কাছাকাছি (২০), সেজন্য একে পুকুরের বা গরীবের ইলিশ বলা হতো ঐ অপবাদের আগ পর্যন্ত)
  • প্রতি ১০০ গ্রামে ৩.৫ গ্রাম আছে চর্বি বা ফ্যাট (যা ক্ষতিকর নয়, বরং অনেক উপকারি ওমেগা-৩ সম্মৃদ্ধ বৃদ্ধি ও বুদ্ধি বর্ধক)
  • প্রতি ১০০ গ্রামে কোন শর্করা বা কার্বোহাইড্রেট নাই (যা খুবই স্বাস্থ্যসম্মৎ, কিন্তু আপনাদের প্রিয় শেলফিশে আছে ৩-৪% ও ইলিশে ০.৭২%)
  • প্রতি ১০০ গ্রামে ৮০ মিলিগ্রাম (০.০৮%) আছে কোলেস্টরল (যা খুবই যৎসামান্য, স্বাস্থ্য ঝুঁকি নাই, বরং আপনাদের সুপেয় ও সুখাদ্য চিংড়িতে আছে এর তিন গুণ)
  • এছাড়াও ক্যালসিয়াম, আইরন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক ও অন্যান্য পুষ্টি উপাদান যথেষ্ট ও সহনীয় পর্যায়ে রয়েছে
  • সহজে চাষ করা যায়, দাম কম, সবার সামর্থের মধ্যে সবজায়গায় পাওয়া যায়
  • গবেষকদের গবেষনায় দেখুন আরোও পাবেন অনেককিছু!!!

0 Response to "পাঙাশ মাছ খেতে নিষেধ করা হয় কেন? পাঙাশ মাছ খেলে কী হয়?"

Follow us

SOCIAL ICON

BLANK