সন্দেহ হলো সবধরনের সম্পর্কের বড় শত্রু—তাই কি? অহেতুক সন্দেহ প্রবণতা বা বাতিক কীভাবে দূর করা যায়?
এককথায় কোনো সম্পর্কে সন্দেহ হলো অন্যের ওপর নিজের কর্তৃত্ব ফলানো। অন্যকে নিজের অধীনে রাখা, নিজের ইচ্ছামত তাকে চালানো।
এই ইদে সময় কাটানোর জন্যে ইউটিউবে কিছু প্রেমের গল্পের নাটক দেখছিলাম। কিছু নাটকের বিভিন্ন জায়গায় এটা কেন করছে, এভাবে চলাফেরা করা যাবেনা, তার সঙ্গে কি কথা হচ্ছিলো, ও কেন তোমার বন্ধু, ওর সঙ্গে এত ঘনিষ্ঠ কেন ইত্যাদি প্রশ্ন করতে দেখা যায় গল্পের হিরোকে তার হিরোইনের উদ্দেশ্যে।
বাস্তবে পরিচিত অনেককেই এমন করতে দেখি আমরা। অনেকে বলতে প্রায় সবক্ষেত্রে পুরুষেরাই। তবে এমনটা নারীরাও করতে পারেন যা সাধারণত খুব একটা চোখে পড়েনা বললেই চলে।
যাহোক, একজন মানুষের ব্যক্তিজীবনে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে। শুধু সম্পর্কের বিষয়গুলোকে আলাদা করতে গেলে বন্ধুত্ব, পরিবার, প্রেম ইত্যাদি পাওয়া যায়। তার নিজেকে নিয়ে একা বসে ভাবারও একটা ব্যাপার থাকে। তাকে এই প্রতিটি বিষয়ে আপনার ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত নেয়ার জন্যে বাধ্য করবেন না। আপনার ওই প্রিয় বন্ধুটি কিংবা ভালোবাসার মানুষটি আপনার কিনে নেয়া কোনো বস্তু না। এটুকু অনুধাবনই প্রয়োজন যেকোনো সম্পর্কের ক্ষেত্রে কর্তৃত্ব ফলানো স্বভাব দূর করার জন্যে। আর এটা দূর করতে পারা মানেই আপনার সন্দেহের বাতিকও দূর করে ফেলা।
তবুও যদি সন্দেহপ্রবণতা না কাটে, যদি মনে হয় অপর মানুষটির কোনো আচরণ স্বাভাবিক মনে হচ্ছেনা, তখন তার কথা শুনুন। আপনার সঙ্গে সম্পর্কে আবদ্ধ মানুষটির মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন। তার কোনো ভুল সিদ্ধান্তে তাকে দোষারোপ না করে সেটা সমাধানের জন্যে তাকে সাহায্য করুন।
0 Response to "সন্দেহ হলো সবধরনের সম্পর্কের বড় শত্রু—তাই কি? অহেতুক সন্দেহ প্রবণতা বা বাতিক কীভাবে দূর করা যায়?"
Post a Comment