মাশরুমের উপকারিতাঃ প্রাচীন রোমানরা মাশরুমকে “ফুড ফর দি গড” মনে করতো। চীন, রাশিয়া ও মেক্সিকোর মানুষের প্রচলিত ধারণা হচ্ছে মাশরুম অতিমানবীয় শক্তি প্রদান করতে সক্ষম। মাশরুমের নানাবিধ গুণাবলী রয়েছে। যেমন-
- মাশরুম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
- এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
- মাশরুমে থাকা নিয়াসিন ও রিবোফ্লাবিন ত্বকের সুস্থ্যতায় খুবই উপকারী।
- এতে থাকা অ্যান্টিওক্সিডেন্ট ক্যান্সার, স্ট্রোক এবং স্নায়ুতন্ত্রের সমস্যাসহ জটিল রোগ সমূহের ঝুঁকি কমাতে সাহায্য করে।
- মাশরুম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
- মাশরুমে এনজাইম ও প্রাকৃতিক ইনসুলিন থাকে যা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
0 Response to "মাশরুম খেলে কী হয়? মাশরুম খাওয়ার উপকারিতা কী?"
Post a Comment